২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি অভিযানে গাজায় মোট মৃতের সংখ্যা এখন ৬০ হাজার ৩৩০ জনে পৌঁছেছে। আহত হয়েছেন ১ লাখ ৫২ হাজার ৩৫৯ জন। তবে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া এবং হাসপাতালে পৌঁছাতে না পারা মৃতদেহগুলো এই হিসাবের বাইরে। ফলে প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি বলে ধারণা করা হচ্ছে।
জনপ্রিয় ব্রিটিশ সংবাদপত্র দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে জানায়, ইসরায়েলি স্পাইওয়্যার কোম্পানি প্যারাগন সলিউশনস সাম্প্রতিক ৯০ সাংবাদিক এবং সুশীল সমাজের সদস্যকে সাইবার লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে এমনটাই অভিযোগ পাওয়া গেছে।